প্রকাশিত: Thu, Jul 20, 2023 8:23 PM
আপডেট: Tue, Jan 27, 2026 11:43 PM

[১]জাতীয়করণের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মাজহারুল মিচেল: [২] বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা দশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 

[৩] বৃহস্পতিবার কর্মসূচি চলাকালে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান সমন্বয়কারী ও সাধারণ সম্পাদক কাওছার আহমেদ জানান, আন্দোলনের ১০ দিন পার হলেও এখনো কোনো সুরাহার ইঙ্গিত পায়নি তারা। ফলে পূর্বঘোষণা অনুযায়ী দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি থেকে সরে আসবে না আন্দোলনকারীরা। 

[৪] কাওছার আহমেদ শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি নিজে একজন চিকিৎসক হয়ে আজ মন্ত্রী হয়ে বসে আছেন। অথচ আপনার স্বপ্ন মন্ত্রী হওয়া ছিল না। আজ যারা বেসরকারি শিক্ষক তারা সরকারি শিক্ষক হতে চাইলেও ইচ্ছার বিপরীতেই বেসরকারি খাতে শুধু সম্মানের জন্য শিক্ষকতা করছে।  

[৬] তিনি আরও বলেন, আমরা একটি সঙ্গত ও যুক্তিযুক্ত বিষয় নিয়ে আন্দোলন করছি। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। সুতরাং তাদের দাবি দাওয়া মেনে নিতেই হবে।

[৭] কাওছার আহমেদ বলেন, আজ শিক্ষকরা তাদের যৌক্তিক দাবির বিপরীতে পুলিশের লাঠিপেটা খাচ্ছে। দিনের পর দিন স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। আমরা চাই অবিলম্বে এ সমস্যার সমাধান করা হোক। সম্পাদনা: তারিক আল বান্না